ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৪, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের একটি বারে বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজন সাবেক সেনাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। 

স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে অ্যানাকোন্ডার দ্য আউল বারে এই গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে মন্টানা ডিভিশন অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন। এ দুর্ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে সাবেক মার্কিন সেনা মাইকেল পল ব্রাউন হিসেবে শনাক্ত করা হয়েছে। বারের মালিক ডেভিড গোয়ার্ডার এবং পাবলিক রেকর্ডার অনুসারে, ৪৫ বছর বয়সি ব্রাউন বারের পাশেই থাকতেন।

তবে ঘটনার সময় বারে উপস্থিত ছিলেন না গোয়ার্ডার।  তিনি বলেন, ব্রাউন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে একজন বার অ্যাটেন্ডার এবং তিনজন পৃষ্ঠপোষককে হত্যা করা হয়। তিনি আরও বলেন, ‘তিনি (সন্দেহভাজন ব্যক্তি) বারে থাকা সবাইকে চিনতেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে, তাদের কারও সঙ্গেই তার কোনো বিরোধ ছিল না। আমার মনে হয় তিনি কিছু একটা চুরি করেছেন।’ মন্টানার সিনেটর স্টিভ ডেইনস বলেছেন, ড্রোনের সাহায্যে ‘ব্যাপক অনুসন্ধান’ চলছে।

আরও পড়ুন

কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাউনকে শেষবার অ্যানাকোন্ডার ঠিক পশ্চিমে স্টাম্প টাউন এলাকায় দেখা গিয়েছিল এবং তাকে ‘সশস্ত্র এবং বিপজ্জনক বলে মনে করা হচ্ছে’। অ্যানাকোন্ডা-ডিয়ার লজ কাউন্টি আইন প্রয়োগকারী কেন্দ্র একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে, তাকে দেখা গেলে তার কাছে যাওয়া উচিত নয়। অন্যদিকে অ্যানাকোন্ডার বাসিন্দাদের বাড়িতে থাকতে এবং তাদের দরজা বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খবর : আল জাজিরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কেন দেখা হলো না’য় ভিন্ন এক রিচি

গাইবান্ধার পলাশবাড়ীতে নারীকে নির্যাতনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না: নাহিদ

স্বামীকে অপহরণের নাটক সাজিয়ে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেফতার ৬

অস্কারের নতুন প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেলর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু