ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) বিএনপি’র মনোনয়ন পেতে প্রতিযোগিতা জামায়াতের একক প্রার্থী

নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) বিএনপি’র মনোনয়ন পেতে প্রতিযোগিতা জামায়াতের একক প্রার্থী। ছবি : দৈনিক করতোয়া

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : বিএনপি’র ঘাঁটি খ্যাত নওগাঁর মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের নির্বাচনী আসন নওগাঁ-৩। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে, এমনটাই ধরে নিয়ে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছেন নওগাঁ-৩ আসনের সম্ভাব্য প্রার্থীরা।

বিএনপি’র চার মনোনয়ন প্রত্যাশী মাঠ চষে বেড়াচ্ছেন। জামায়েতের একক প্রার্থী চূড়ান্ত হওয়ার পর থেকেই গ্রামগঞ্জে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে দলটির নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি’র সম্ভাব্য প্রার্থীর মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা তেমন একটা চোখে পড়ছেনা বলে অনেকেই জানিয়েছেন।

এই আসনে ১৯৯১ সাল থেকে ২০০৯ সালের আগ পর্যন্ত টানা চারবার বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ঢাকা কলেজের সাবেক ভিপি আখতার হামিদ সিদ্দিকী নান্নু। তিনি ২০০১ সালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। ২০০৯ সালে নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী ড. আকরাম হোসেন চৌধুরীর কাছে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হন।

২০১৪ সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. আকরাম হোসেন চৌধুরীকে পরাজিত করে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দীন তরফদার সেলিম নির্বাচিত হন। ২০১৮ সালের পাতানো নির্বাচনে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বড় ছেলে ধানের শীষ প্রতীকের পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে পরাজিত করে আওয়ামী লীগের ছলিম উদ্দীন তরফদার সেলিম নির্বাচিত হন।

২০২৪ সালে অনুষ্ঠিত ডামি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দীন তরফদার সেলিমকে পরাজিত করে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী নির্বাচিত হন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও জামায়েতের নেতাকর্মীরা এখন মুক্ত পরিবেশে দলীয় ও রাজনৈতিক সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর বড় ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। তিনি জানান, বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়য়ে মহাদেবপুর ও বদলগাছী উপজেলার ১৮টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানসহ ওয়ার্ডে ওয়ার্ডে সভা, সমাবেশ, গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।

আরও পড়ুন

এ আসনে বিএনপি’র আরেক মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মহাদেবপুর উপজেলা বিএনপি’র সভাপতি রবিউল আলম বুলেট। ২০১৮ সালের নির্বাচনে এ আসনে তিনিও  বিএনপি’র প্রাথমিক মনোনয়ন পান। কিন্তু চূড়ান্ত মনোনয়নে বাদ পরেছিলেন। আগামী নির্বাচনে তিনি আবারো বিএনপি’র মনোনয়ন পাবেন বলে আশাবাদী।

আরেক মনোনয়ন প্রত্যাশী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপি’র সভাপতি ফজলে হুদা বাবুল। আগামী নির্বাচনে তিনিও বিএনপির মনোনয়ন পাবেন বলে আশাবাদী। 
এ আসনে বিএনপি’র আরেক মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় টিম লিডার আসফ কবীর চৌধুরী শত। অন্যদিকে এ আসন পেতে কৌশলী হয়েছে জামায়াত।

তারা ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা মাহফুজুর রহমানকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। তিনি গ্রামগঞ্জে প্রচার চালিয়ে যাচ্ছেন। উপজেলার জামায়াত নেতারা সুষ্ঠু নির্বাচন হলে জয়ের বিষয়ে আশাবাদী।

অপরদিকে এ আসনে ইসলামী আন্দোলন নওগাঁ জেলা শাখার সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরার সদস্য প্রভাষক শহিদুল আলম পীর একক প্রার্থী। এনসিপি থেকে মনোনয়ন পেতে পারেন বদলগাছী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী।

সম্প্রতি তিনি এনসিপিতে যোগ দিয়ে তার সমর্থক ও নেতাকর্মীদের নিজের প্রার্থীতার বার্তা পোঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে এ আসনে গণঅধিকার পরিষদের কোন তৎপরতা দেখা যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা ক্ষমতায় বসেছেন তারা জুলাইয়ের চেতনা ধারণ করছেন না : সাদিক কায়েম

দিনাজপুরের পার্বতীপুরে যৌথবাহিনীর অভিযানে ২৩ জুয়াড়িকে আটক করে কারাদন্ড

সিরাজগঞ্জে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুতের খুঁটি টানার তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে

পিআর ভোটের জন্য কেউ জুলাইয়ে জীবন দেয়নি: মেজর হাফিজ