শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ২-১ ব্যবধানে কুড়ি ওভারের সিরিজ জিতল সালমান আলী আগার দল।
এর আগে ১৪ রানের জয়ে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নিলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ফ্লোরিডার লডারহিলে আগে ব্যাট করতে নেমে ১৮৯ রানের বড় পুঁজি পায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৭৬ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। বড় লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে জুয়েল অ্যান্ড্রু, আলিক আথানেজদের ব্যাটে কক্ষপথেই ছিল ক্যারিবিয়ানরা। কিন্তু মাঝের ওভারগুলোতে সুফিয়ান মুকিমের কিপ্টে বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুনএরপরও আশা বেঁচে ছিল তাদের। শেষ ৪ ওভারে ৬ উইকেট হাতে রেখে ৪৯ রান করতে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু মুকিমের পাশাপাশি ডেথ ওভারে হারিস রউফ, হাসান আলীদের দারুণ বোলিংয়ে আর সমীকরণ মেলাতে পারেনি তারা।
মন্তব্য করুন