সিরাজগঞ্জে গরুচোর ধরে গণপিটুনিতে নিহত ২

সিরাজগঞ্জ ও কাজিপুর প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দির চরের বাথান থেকে নৌকাযোগে গরু চুরি করে সিরাজগঞ্জের যমুনা নদী দিয়ে পালানোর সময় গণপিটুনিতে ২ চোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই চোরকে গুরুতর অসুস্থ অবস্থায় আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি জীবিত ও একটি মৃত গরু উদ্ধার করেছে।
নিহতরা হলো টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বেরিপোচল গ্রামের রজব মন্ডলের ছেলে রাশেদুল (৪৫) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে রাজ্জাক (৫৫)। আটককৃতরা হলো টাঙ্গাইল সদর উপজেলার বাধাছিরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ফারুক (৪০) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে বিক্রম (৪০)। আহত অবস্থায় তাদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনকাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, দুই চোরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গরু ও নৌকা থানা হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন