ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

রাজশাহীর পুঠিয়ায় বাসের চাপায় ভ্যান চালক ও নারীসহ নিহত ৩

রাজশাহীর পুঠিয়ায় বাসের চাপায় ভ্যান চালক ও নারীসহ নিহত ৩। প্রতীকী ছবি

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী বাসের চাপায় চার্জার ভ্যানের চালক ও ২ নারী যাত্রীসহ মোট ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে গোপালহাটি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। ওই রাতেই পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শরিফা বেগম, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালক মোহাম্মদ আলী এবং আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে মোসা. আশুরা বেগম মারা যায়।

জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা সদরে গোপালহাটি নামকস্থানে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বাস পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারাপুরগামী ৫ জন যাত্রীসহ একটি ৩ চাকার চার্জার ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ভ্যানটি ছিটকে রাস্তার বামপাশে খাদে পড়ে যায়। ভ্যান চালকসহ ভ্যানে থাকা অপর ৫ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত ব্যক্তিদেরকে স্থানীয় জনসাধারণ, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের মো. মাহাবুর রহমানের স্ত্রী শরিফা বেগমকে (৪০) মৃত ঘোষণা করে।

আরও পড়ুন

৫ জন আহতরা হলেন পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের মো. আসলাম আলীর স্ত্রী মোসা. রাশিদা (৪১), মো. মালেক হোসেনের স্ত্রী মোসা. শরিফা বেগম (৪০), মো. মিজান আলীর স্ত্রী মোসা. বৃষ্টি খাতুন (৩৫), দইপাড়া গ্রামের মো. ইব্রাহীম হোসেনের স্ত্রী মোসা. আশুরা বেগম (৫৫) এবং দইপাড়া গ্রামরে শাহাজাহান আলীর ছেলে ভ্যান চালক মোহাম্মদ আলী (৪২) এর অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পুঠিয়া উপজেলার শিবপুর হাটে অবস্থিত পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, এ ব্যাপারে মামলা হয়েছে এবং গাড়ি শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয়বার পরিবর্তন হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম

শাহজালাল বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ উদ্ধার

রোজার আগে নির্বাচন ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে: রিজভী

৫ দিনের রিমান্ডে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া

আগামী ১৪ আগস্ট পাপিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়

রিমান্ড শেষে কারাগারে খায়রুল হক