ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

চমকে দেওয়া তথ্য দিলেন তামান্না

চমকে দেওয়া তথ্য দিলেন তামান্না

 বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রূপালি পর্দায় ঝলমলে এক মুখ। ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গান-সব খানেই তিনি নিজের জাদু দিয়ে দর্শক মাতিয়েছেন। তার মসৃণ ত্বক আর টানটান গড়ন নিয়ে সর্বক্ষেত্রে হয় আলোচনা।

সম্প্রতি এই অভিনেত্রী নিজেই ফাঁস করেছেন তার রূপের এক গোপন সমস্যার কথা। আর সেটি হল ব্রণ। এক সাক্ষাৎকারে তামান্না অকপটে জানান, অন্যান্য সাধারণ মানুষের মতোই তারও মাঝেমধ্যে ব্রণ ওঠে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনি এক অভিনব কৌশল অবলম্বন করেন, যা শুনে অনেকেই অবাক। তার এমন কাণ্ডের কথা শুনে অনেকের চোখ কপালে!

অভিনেত্রী জানান, তিনি ব্রণের ওপর নিজের থুতু ব্যবহার করেন। তবে এর একটা বিশেষ নিয়ম আছে। তামান্নার কথা শুনে চমকে ওঠেন সঞ্চালক। তবে তামান্না বলেন, যে কোন সময় থুতু লাগালেই হবে এমনটা নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম লালা লাগালেই বেশি উপকার মেলে। এই কৌশল যে শুধু তার ক্ষেত্রেই কাজ করেছে তা নয়, এমনটা তিনি নিজেও বিশ্বাস করেন। অতীতে ব্রণ কমাতে তিনি অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মাটি মিশিয়েও ব্যবহার করেছেন।

আরও পড়ুন

যদিও সবার জন্য তামান্না পরামর্শ দিয়ে বলেছেন, উঠতি বয়সের ছেলে-মেয়েদের ত্বক সংক্রান্ত যেকোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সব ধরনের ত্বকের জন্য সব কৌশল যে সমান কার্যকরী নাও হতে পারে বলে জানান তামান্না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সোনাতলায় মারপিটে গর্ভবতী গৃহবধু নিহতের অভিযোগ

চট্টগ্রাম বন্দরে কনটেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত

গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

নির্বাচনের জন্য সংগ্রহ করা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা

পিসিবি ছেড়ে বিসিবিতে যোগ দিলেন পিচ বিশেষজ্ঞ টমি হেমিং

নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি