ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

কয়েকদিনের বৃষ্টির পর আবারও দাপট তাপমাত্রার

কয়েকদিনের বৃষ্টির পর আবারও দাপট তাপমাত্রার, ছবি: সংগৃহীত।

টানা কয়েকদিনের বৃষ্টির পর আবারও দাপটে তাপমাত্রা। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৫ ডিগ্রির ঘরে। এই অবস্থায় বুধবারের (১৩ আগস্ট) মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে এই সময়ে সিলেটে সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কয়েকটি বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আরও পড়ুন

এই আবহাওয়াবিদ জানিয়েছেন, সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। আর এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফলে গরমের দাপট আরও বাড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর

১২০ বারের মতো পেছালো সাগর রুনির তদন্ত প্রতিবেদন

আন্দোলনের ভিডিওতে অস্ত্র হাতে সোলায়মান সেলিম, ৩ দিনের রিমান্ড

আমরা কথা বলতে পারি না, এটাই সত্য: আটকের পর রাহুল গান্ধী

অনেক দিন ধরেই একসঙ্গে আছি : জয়া আহসান

হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৩ বাদী