ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

সাংবাদিকদের নিরাপত্তায় লাইসেন্সকৃত অস্ত্র দেওয়ার দাবি

সাংবাদিকদের নিরাপত্তায় লাইসেন্সকৃত অস্ত্র দেওয়ার দাবি

সাংবাদিকদের নিরাপত্তায় সরকারকে লাইসেন্সকৃত অস্ত্র দেওয়ার দাবি জানিয়েছেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো. শাহানুর ইসলাম।

আজ সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাব চত্বরে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধনে তিনি এ দাবি জানান। মানববন্ধনে মানিকগঞ্জে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা অংশ নেন।

শাহানুর ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিক নির্যাতন, গুম ও হত্যা শুরু হয়েছিল।

আবার চব্বিশের স্বাধীনতার পরেও আমরা আসাদুজ্জামান তুহিনকে হারালাম। এর আগে সাগর- রুনীর হত্যার মামলার তদন্ত বছরের পর বছর চলে গেলেও বিচার হচ্ছে না। তাই সরকারকে বলবো আমাদের নিজের রক্ষার জন্য অস্ত্রের লাইসেন্স দেন। নাহলে আমাদের নিরাপত্তার বিধান করেন।

আরও পড়ুন

যারা সাংবাদিক হত্যার নেপথ্যে আছেন তাদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি করেন তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানু, সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সহসভাপতি শাজাহান বিশ্বাস, আবুল বাশার আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন, সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহহির, সাধারণ সম্পাদক বিএম খোরশেদ, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যমকর্মী

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

মগবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ ,গ্রেফতার ১

ঢাবির আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

জ্বালানিবাহী বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৪