ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ছবি : সংগৃহীত,ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : ছাড়া পেলেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। বিহারে ভোটার তালিকা সংশোধন এবং ‘ভোট চুরির’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নির্বাচন কমিশন অফিসে যাওয়ার পথে তাদের আটক করা হয়।

এছাড়াও তাদের সঙ্গে আটক অন্য সব বিরোধী সংসদ সদস্যকেও ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আটক হওয়ার প্রায় দুই ঘণ্টা পর তাদের ছাড়া হয় বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাওয়াত এবং টিএমসি’র সাগরিকা ঘোষসহ ৩০ জনেরও বেশি সাংসদকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছিল।
 
নির্বাচন কমিশন মাত্র ৩০ জন সংসদ সদস্যকে তাদের প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়েছিল, কিন্তু বিক্ষোভকারীরা ‘বিপুল সংখ্যায়’ ছিল বলে দাবি কর্মকর্তাদের। এছাড়া নির্বাচন কমিশন অভিমুখে প্রতিবাদ মিছিলের জন্য কেউ অনুমতি চায়নি বলেও দাবি তাদের।

আরও পড়ুন

এর আগে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার সকালে দিল্লিতে পার্লামেন্ট ভবনের বাইরে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ভোট চুরির অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ব্যারিকেড দিয়ে আটকে দেয় দিল্লি পুলিশ।
 
পরে সংসদ সদস্যরা সেখানে অবস্থান নিয়ে কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র স্লোগান দিতে শুরু করেন। এসময় রাহুল গান্ধী, ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের জ্যেষ্ঠ কয়েকজন এমপিকে আটক করে পুলিশ।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, রাস্তায় রাজনীতিবিদ ও বিপুলসংখ্যক দলীয় কর্মীর ভিড়। কেউ রাস্তায় বসে আছেন, কেউ পতাকা ও ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন। অনেকে পুলিশ ও তাদের ব্যারিকেডের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দুনিয়া নিউজ

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যান রাজু গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী শিশুর লাশ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে গরুকে পিটিয়ে মেরে ফেললো একদল লোক রাখালকেও মারপিট

ঝুট কাপড়েই বগুড়া আদমদীঘির লাখো মানুষের ভাগ্য বদল

গণভোটের মাধ্যমে আইনি রূপ দিতে হবেঃ ড. হেলাল

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান ডিএমপি কমিশনারের