ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা

সিরাজগঞ্জের রায়গঞ্জে দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা। ছবি : দৈনিক করতোয়া

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে বিলচন্ডী শিতলিতলা হতে নলছিয়া বিলচন্ডী কবরস্থান পর্যন্ত গ্রামের দেড় কিলোমিটার কাচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশা দেখা দিয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ থানা সদর, উপজেলার অফিস আদালত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা সদর বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ কবরস্থানের যোগাযোগের একমাত্র রাস্তায় সামান্য বৃষ্টি হলে রাস্তা পানি জমে কাদায় পরিণত হয়।

উপজেলার ধানগড়া ইউনিয়নের বিলচন্ডী গ্রামের মাহমুদুল ইসলাম ধানু ও রেজাউল করিম জানান, গত ৫০ বছরেও এই রাস্তায় কোন পাকাকরণের কাজ হয়নি। এই মৌসুমে সামান্য বৃষ্টিতে পানি জমে কাদায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে করে প্রতিনিয়ত আগত জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

একই গ্রামের নলছিয়া গোলজাল হোসেন জানান, অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে রোগী নিয়ে যেতে অনেক কষ্টে পড়তে হয়। একই গ্রামের শিক্ষক আব্দুল মান্নান জানান, রাস্তার করুন দশা হওয়ায় সময় মত স্কুলে যেতে পারি না। যে কারণে কর্তৃপক্ষের কথা শুনতে হয়।

আরও পড়ুন

নলছিয়া গ্রামের বাসিন্দা মনজুরুল আলম জানান, কোন মানুষ মারা গেলে ওই রাস্তা দিয়ে কবরস্থানে মরদেহ নিতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। রায়গঞ্জ বাজার এলাকার বাসিন্দা শিক্ষক বাবুর আলী খোকন জানান, রায়গঞ্জ সদর বাজারে প্রাণ হলো ওই গ্রামের জনসাধারণ। যেহেতু দীর্ঘদিন রাস্তাটি সংস্কার করা হয়নি তাই দ্রুতই রাস্তাটি পাকাকরণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, আমি পরিষদের দায়িত্ব পাওয়ার পর কিছু রাস্তা মেরামত করেছি। তবে ওই রাস্তাটি পাকাকরণ করার জন্য উপজেলা এলজিইডি অফিসকে অবগত করেছি। আশা করি দ্রুতই পাকাকরণের কাজ হবে। আর রাস্তাটি পাকা হলে কয়েক গ্রামের হাজারো জনসাধারণের চলাচলে সহায়ক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি’র সুসময়ে অনেক ঘুঘু কাছে ভিড়বে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে : তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জের চাঁ‘নবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

দিনাজপুরের বিরলে তরুণীর প্রেমে মগ্ন চীনা যুবক বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে

গত সরকারে যারা ছিল তারা পালিয়ে গেছেন, মূল কারণ দুর্নীতি : জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

বগুড়ায় বার্মিজ চাকুসহ কলেজ শিক্ষক গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যান রাজু গ্রেফতার