ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

আরকান আর্মি ছেড়ে পালিয়ে এলেন যুবক, অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ

আরকান আর্মি ছেড়ে পালিয়ে এলেন যুবক, অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ

মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী ‘আরকান আর্মি’ ছেড়ে পালিয়ে আসা বাংলাদেশি এক যুবক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন।

আজ সোমবার (১১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে আত্মসমর্পণ করা ওই যুবককে আটক করে উখিয়া ব্যাটেলিয়ন (৬৪ বিজিবি)।

আটককৃত যুবক জীবন তঞ্চঙ্গ্যা (২১), নাইক্ষ্যংছড়ির গর্জনবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে।

এ সময় উদ্ধার হওয়া একটি একে ৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ সোমবার বিকেলে উখিয়া থানায় জীবনকে হস্তান্তর করেছে বিজিবি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কায় আরকান আর্মি ছেড়ে সে পালিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

আরও পড়ুন

তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, ৩০০ জন আরাকান আর্মির সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে। আত্মসমর্পণ করা যুবকের দাবি, তারা যে কোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে আত্মসমর্পণের উদ্দেশে প্রবেশ করতে পারে।

এদিকে গত রাতে দীর্ঘদিন পর ওপারে চলা তীব্র গোলাগুলির শব্দ পায় সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের বাসিন্দারা।

বিজিবি জানিয়েছে, সীমান্তের ওপারে শূন্যরেখা থেকে ৩০০ থেকে ৩৫০ মিটার দূরে আরকান আর্মির সঙ্গে অন্য কোনো বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর এই ঘটনা ঘটতে পারে। বাংলাদেশে গুলি না আসলেও পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা জোরদার করে সর্তক রয়েছে বিজিবি।

২০২৪ সালের ডিসেম্বরে আরকান আর্মি মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকার রাখাইন অংশের পুরো ২৭১ কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি’র সুসময়ে অনেক ঘুঘু কাছে ভিড়বে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে : তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জের চাঁ‘নবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

দিনাজপুরের বিরলে তরুণীর প্রেমে মগ্ন চীনা যুবক বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে

গত সরকারে যারা ছিল তারা পালিয়ে গেছেন, মূল কারণ দুর্নীতি : জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

বগুড়ায় বার্মিজ চাকুসহ কলেজ শিক্ষক গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যান রাজু গ্রেফতার