ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

নওগাঁয় দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণে আলোচনা সভা ও কেক কর্তন

নওগাঁয় দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণে আলোচনাসভা ও কেক কর্তন, ছবি: দৈনিক করতোয়া ।

নওগাঁ প্রতিনিধি: পাঠকপ্রিয় দৈনিক করতোয়া ৫০ বছরে পদার্পন উপলক্ষ্যে নওগাঁ জেলা প্রতিনিধির আয়োজনে আলাচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি এবং পুলিশ সুপার মুহঃ সাফিউল সারোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এস এম সিরাজুল ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, দৈনিক করতোয়ার নওগাঁ জেলা প্রতিনিধি ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তাগন বলেন জেলা শহর থেকে প্রকাশিত হলেও দীর্ঘ ৪৯ বছরের পথ পরিক্রমায় দৈনিক করতোয়া জাতীয় পর্যায়ে স্থান করে নিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তৃণমূল পর্যায়ের রাজনীতি, সমাজের বঞ্চিত মানুষের সমস্যার কথা তুলে ধরে পাঠকপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে দৈনিক করতোয়া। আর তা সম্ভব হয়েছে পত্রিকাটির সফল সম্পাদক মোজাম্মেল হকসহ এক ঝাঁক নিবেদিতপ্রাণ সাংবাদিকগনের অক্লান্ত পরিশ্রমে। দৈনিক করতোয়া পত্রিকার দীর্ঘ দিনের পথচলা ও আগামী দিনের জন্য শুভ কামনা করেন বক্তারা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিকলীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

মুন্সীগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কোহলিকে ছাড়িয়ে টি-টোয়েন্টির শীর্ষ পাঁচে ওয়ার্নার

জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২০

মাদারীপুরে ১২ দিন পর মাটিতে পুঁতে রাখা ভ্যানচালকের মরদেহ উদ্ধার

সিলেটে সাদা পাথর লুট, ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানালেন ক্রিকেটার রুবেল