ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

বলিউডের বেশিরভাগ নায়ক অসভ্য: কঙ্গনা

বলিউডের বেশিরভাগ নায়ক অসভ্য: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকেন। অভিনেত্রীর মুখে আরও একবার বলিউডের বদনাম করতে শোনা গেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন, ইন্ডাস্ট্রির বেশিরভাগ নায়ক অসভ্য। তবে কখনোই তাঁকে দমিয়ে রাখতে পারেনি কোনো অভিনেতা। 

সাক্ষাৎকারে সঞ্চালক অভিনেত্রীকে প্রশ্ন করেন কখনও কোনো নায়কের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের মুখোমুখি হয়েছেন কি না? কঙ্গনার স্বভাবসুলভ জবাবে বলেন, ‘আমি খুব বেশি বলি- নায়কদের সঙ্গে কাজ করিনি। কারণ বলিউডের বেশিরভাগ নায়ক চূড়ান্ত অসভ্য।

এরপর অভিনেত্রী যোগ করেন, ‘ওঁদের অসভ্যতামি শুধু যৌন হেনস্থা নয়। শুটিংয়ে দেরি করে আসা, রূঢ় আচরণ, অভিনেত্রীকে ছোট করা, অপমানিত করা। ছবি থেকে গুরুত্বহীন করে দেওয়া। অভিনেত্রীদের বিশ্রামের জন্য ভ্যানিটি ভ্যান না দেওয়া। 

আরও পড়ুন

কথার সূত্র ধরে অভিনেত্রী আরও বলেন, “আমি তো এই ব্যাপারগুলোর মুখোমুখি হয়েছি। এইগুলো সহ্য করেছি। আমার বিরুদ্ধে কতগুলো মামলাও করল শুধু এই কারণে যে আমি এসব মেনে নিইনি। অথচ ইন্ডাস্ট্রির বেশিরভাগ মেয়েই চুপ থাকে। তাই ওঁদের আমার ব্যাপারে মনে হয়েছিল ‘এত অহংকার কিসের!’
 
শুধু বলিউড নিয়েই কথা বলে খান্ত থাকেন না কঙ্গনা। রাজনীতিক নেতাদের মাথা ব্যথার কারণ তিনি। কাউকে ছেড়ে কথা বলেন না। গত ১২ জুলাই দিল্লির কনস্টিটিউশন ক্লাবের সামনে সেলফি তুলতে চাওয়ায় মেজাজ হারান বলিউড অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন। ওই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। 
 
ভিডিও ভাইরাল হতেই নিজের সোশ্যাল মিডিয়া জয়া বচ্চনের ভিডিও শেয়ার দিয়ে কটাক্ষ করে কঙ্গনা লিখেছিলেন, ‘অত্যন্ত অসভ্য ও স্বার্থপর একজন মহিলা। তিনি (জয়া বচ্চন) অমিতাভ বচ্চনের স্ত্রী হওয়ায় মানুষ তাঁর মেজাজ সহ্য করছেন। লাল শাড়ি আর সমাজবাদী পার্টির টুপি পরে তিনি যেন ঝগড়াটে মোরগের মতো দেখতে লাগছেন। নিন্দাজনক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বগুড়া আদমদীঘিতে হ্যাচারি মালিকের কারাদন্ড ও অপর হ্যাচারি সিলগালা

সরাইলে যানজটে আটকা পড়া দুই মাইক্রোবাসে ডাকাতি

নীলফামারীর কিশোরগঞ্জে প্রবল স্রোতে ব্রিজের গোড়া ও রাস্তা ভেঙে ভোগান্তি

মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু

শেবাচিমে হামলা : রনি-কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ