মৌসুমের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক : প্রাক মৌসুম প্রস্তুতিটা ভালোই হয়েছে বার্সেলোনার। প্রীতি ম্যাচে প্রতিপক্ষগুলোকে গোলের মালাই পরিয়েছেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এশিয়া সফরে তিন ম্যাচে করেছিল তারা পনেরো গোল। এরপর জোয়ান গাম্ফার ট্রফিতে কোমোর জালেও কাতালানরা বল পাঠিয়েছিল পাঁচবার। গোল উৎসবের প্রতিশ্রুতি রেখে লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে নামছে বার্সা।
আজ রাতে কাতালানরা খেলতে যাবে মায়োর্কায়। কাতালানদের শিরোপা ধরে রাখার স্বপ্নে এবারও হ্যান্সি ফ্লিকের তরুপের তাস হতে পারেন আঠারো বছরের তরুণ লামিন ইয়ামাল। অবশ্য আক্রমণভাবে রাফিনিয়া, রবার্ত লেভানদোস্কি এবং পেদ্রিদের সঙ্গে এবার যোগ হচ্ছেন মার্কাস রাশফোর্ডও।
আরও পড়ুনকিন্তু লা লিগার বেতন কাঠামোর মারপ্যাঁচে পড়ে এবারও নতুন খেলোয়াড় নিবন্ধন করা নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে বার্সাকে।
মন্তব্য করুন