ভিডিও শনিবার, ১৬ আগস্ট ২০২৫

রংপুরে দুই শিশুকে হত্যার পর বালি চাপার ঘটনায় গ্রেফতার ১

রংপুরে দুই শিশুকে হত্যার পর বালি চাপার ঘটনায় গ্রেফতার ১, ছবি সংগৃহীত

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া থানার চাঞ্চল্যকর দুই শিশুকে হত্যার পর বালি চাপা দেওয়ার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গ্রেফতারকৃত মনু মিয়া (২৮) একই উপজেলার সিটপাইকন এলাকার মৃত আনোয়ারুল ইসলামের ছেলে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরের পর গঙ্গাচড়া উপজেলার নগরবন্দ বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী মারুফ ও আব্দুর রহমান বিদ্যালয় বন্ধ থাকায় সকালে খেলতে বের হয়। এরপর তারা আর বাড়ি ফিরেনি। খোঁজাখুঁজির একদিন পর গত বুধবার দুপুরে বাড়ি থেকে ৩শ’ মিটার দূরে বালু উত্তোলনে সৃষ্ট গর্ত থেকে গলায় রশি পেঁচানো মারুফ মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই গর্ত থেকে আব্দুর রহমানের মরদেহও উদ্ধার করে। পরে নিহত শিশু আব্দুর রহমানের বাবা আব্দুর রশিদ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনার পর র‌্যাব নিজ উদ্যোগে ছায়া তদন্ত শুরু করেন। পরবর্তীতে রংপুর ও গাজীপুর ক্যাম্পের একটি চৌকস যৌথ আভিযানিক দল গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারের উত্তরপাশ এলাকায় যৌথ অভিযান চালিয়ে আসামি মো. মনু মিয়াকে গ্রেফতার করে।

আরও পড়ুন

রংপুর র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃতকে গঙ্গাচড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন

বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন