কুষ্টিয়ায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার হাসিমপুর গ্রামের চর এলাকায় তার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত হৃদয় কুমারখালী পৌরসভার এলঙ্গীপাড়া এলাকার বাসিন্দা। তিনি ভাড়ায় ভ্যান চালাতো।
আরও পড়ুনস্থানীয় জানা গেছে, দুর্বৃত্তরা হৃদয়ের গলা কেটে চর এলাকায় ফেলে রেখে যায়। সোমবার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ভ্যানচালক হৃদয়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার জন্য কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন