ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ৫ দিনের রিমান্ডে

ছবি : সংগৃহীত,হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ৫ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার আসাদ হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত এ আদেশ দেন।

এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।


শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, এই হত্যার ঘটনায় নাসির উদ্দিনের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আছে। এছাড়া মাইটিভির দায়িত্বশীল পদে থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন এবং তা প্রচার করতে থাকেন তিনি। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী উৎসাহিত হয়ে হত্যাকাণ্ডে মেতে ওঠে। যাত্রাবাড়ীর চৌরাস্তায় আসাদুল হক বাবু হত্যায় সাথী ছাড়াও আরও যারা জড়িত আছে তাদের বিষয়ে সত্য জানতে রিমান্ড প্রয়োজন।

আরও পড়ুন


এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষের আইনজীবী তাকে নিরাপরাধ দাবি করে রিমান্ড বাতিল চান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের এই আদেশ দেন।

এর আগে রোববার (১৭ আগস্ট) ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাথীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজে ধ্বস : পাউবোর মেরামত

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বিতরণের সময় বাড়লো একদিন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচী ঘোষণা

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোভ্যান চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় আসামিকে মারধর, পুলিশের বিরুদ্ধে মামলা করতে এসপিকে নির্দেশ আদালতের

আইফোনের চার্জ ধরে রাখতে সেটিংসে ছোট্ট পরিবর্তন করুন