ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় দুই জন গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় দুই জন গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার  রাতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় কাহালুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাব্বী সরকার (২২) ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মুকিত হায়দার ওরফে মিশুকে (৩৬)  গ্রেফতার করেছে।

পুলিশ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কাহালু থানার পুলিশের সহযোগিতায় কাহালু ধাওয়াপাড়ার রেজাউল সরকারের ছেলে ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক রাব্বী সরকার ও কাহালু বাজার পৌরপাড়া এলাকার মৃত ফেরদৌস হায়দারের ছেলে কাহালু পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুকিত হায়দার মিশুকে গ্রেফতার করেন।

থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ৪ আগস্ট বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসহ হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

আরও পড়ুন

এই ঘটনায় উপজেলার ডিমশহর গ্রামের জাহিদুল ইসলাম ফকিরের ছেলে বৈষম্যবিরোধী ছাত্রনেতা (গেজেট ভুক্ত) আব্দুর রহিম বাদি হয়ে গত ১০মে শনিবার ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের  বিরুদ্ধে থানায় নাশকতা মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে গতকাল শুক্রবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বাগাতিপাড়ায় নার্সারিতে সরকারি নিষেধাজ্ঞার পরও আকাশমনি চারা

সিরাজগঞ্জের এনায়েতপুরে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার

বগুড়ার ধুনটে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন সোহান-সাইফ

পাবনায় শোরুমে জুয়ার আসর, আটক ৯

দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন গোবিন্দ ও সুনীতা