বাগেরহাটে চলছে হরতাল-অবরোধ

মফস্বল ডেস্ক: চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটির’ হরতাল ও অবরোধ চলছে। রোববার (২৪ আগস্ট) সকাল ৮টায় শুরু হওয়া এই কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলবে। কর্মসূচিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা জানিয়েছে।
রোববার সকাল থেকেই জেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, খুলনা-মাওয়া, খুলনা-মোংলা, বাগেরহাট-পিরোজপুরসহ ৫ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হরতাল সমর্থকরা অবস্থান নিয়েছেন। তারা গাড়ি চলাচল আটকে দিচ্ছেন। এতে দূরপাল্লাসহ সবধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আরও পড়ুনএদিকে, কুমিল্লা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা আপত্তির শুনানি আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন