ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

নবীনগরে প্রচণ্ড গরমে অসুস্থ ২২ ছাত্রী, হাসপাতালে ভর্তি ৪

নবীনগরে প্রচণ্ড গরমে অসুস্থ ২২ ছাত্রী, হাসপাতালে ভর্তি ৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রচণ্ড গরম ও শ্রেণিকক্ষে বিদ্যুৎ না থাকায় তৃতীয় ঘণ্টার পরপরই কয়েকজন ছাত্রী মাথা ঘোরা, বমিভাব ও অজ্ঞান হয়ে পড়ে। ধাপে ধাপে এ সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। পরে বিদ্যালয়ে অস্থায়ীভাবে ছুটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, ক্লাস শুরুর পর থেকে বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে এ সমস্যা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, অতিরিক্ত গরম, পর্যাপ্ত পানি ও লবণের ঘাটতি এবং শারীরিক দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা ঘটে। ভর্তি হওয়া চার শিক্ষার্থীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘গরমের সময় শিক্ষার্থীদের প্রচুর পানি পান, লবণযুক্ত খাবার গ্রহণ ও ছায়াযুক্ত পরিবেশে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যাই। শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনোভাবেই সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল

বগুড়ার দুপচাঁচিয়ায় ঋন শোধ করতে না পেরে আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুরে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে ২টি গরু পুড়ে মারা গেছে

এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ দল

গাইবান্ধার সাদুল্লাপুরে স্কুলব্যাগ পেয়ে উচ্ছ্বসিত ৪ শতাধিক শিক্ষার্থী

বগুড়ার আদমদীঘিতে পাচারকালে এক হাজার ৭০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা