ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক

স্পোর্টস ডেস্কঃ স্কিন ক্যানসারে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ও সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০০৬ সালেই স্কিন ক্যানসারের প্রাথমিক উপসর্গের বিষয়টি টের পেয়েছিলেন তিনি। এরপর থেকেই তার চিকিৎসা চলছে। ক্যানসারের একটি অংশ অপসারণের পর তিনি সামাজিক মাধ্যমে নিজের স্বাস্থ্য সম্পর্কে আবেগঘন এক বার্তা দিয়েছেন। পাশাপাশি নিয়মিত ত্বক পরীক্ষা করার পরামর্শও দিয়েছেন ক্লার্ক।
২০১০ সাল থেকে অস্ট্রেলিয়ার ক্যানসার কাউন্সিলের দূত হিসেবে কাজ করছেন মাইকেল ক্লার্ক। ক্যানসারে আক্রান্ত ক্লার্ক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘স্কিন ক্যানসার সত্যিই একটি বড় সমস্যা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে একটি ক্যানসার কোষ কেটে ফেলা হয়েছে। সবাইকে আমি বন্ধুত্বপূর্ণভাবে স্মরণ করিয়ে দিতে চাই, নিয়মিত ত্বকের পরীক্ষা করানো খুব জরুরি। প্রতিকারের থেকে প্রতিরোধ করা উত্তম, তবে আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং দ্রুত শনাক্তকরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কৃতজ্ঞ আমার চিকিৎসকের প্রতি, তিনি এটি সময়মতো শনাক্ত করেছেন।’
বিশ্বে অস্ট্রেলিয়ায় স্কিন ক্যানসারের হার সবচেয়ে বেশি। এর কারণ দেশের উচ্চমাত্রার অতিবেগুনি রশ্মি, ভৌগোলিক অবস্থান এবং অধিকাংশ মানুষের ফর্সা ত্বক। পরিসংখ্যান অনুযায়ী, ৭০ বছর বয়সের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রতি তিনজনের মধ্যে দুজন স্কিন ক্যানসারে আক্রান্ত হন।
আরও পড়ুনক্লার্ক ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন। আক্রমণাত্মক কৌশল ও দৃঢ় মানসিকতার জন্য পরিচিত মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্থান করে নিয়েছেন।
টেস্ট ও ওয়ানডে—দুই সংস্করণেই অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছেন ক্লার্ক। তার নেতেৃত্বে ৭৪টি টেস্টে ৪৭টিতে জয় পেয়েছে এবং ১৬টিতে হেরেছে অসিরা। এছাড়া তিনি ১৩৯টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ২০১৩-১৪ সালে অ্যাশেজ এবং ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতে অসিরা।
মন্তব্য করুন