বগুড়ার আদমদীঘিতে জব্দ করা সার নিলামে ৮ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকায় বিক্রি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে পাচারের উদ্দেশ্যে নিয়মবহিভুত ভাবে অতিরিক্ত সার গুদামে মজুত রাখায় জব্দ করা আরও ৮২৫ বস্তা বিভিন্ন সার প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলার মুরইল বাজারের রাফি ট্রেডার্স নামের গুদামের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার উপস্থিতিতে নিলামে ৮ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকায় বিক্রি দেয়া হয়েছে।
জানা যায়, আদমদীঘি উপজেলার মুরইল বাজারে অবস্থিত মেসার্স রাফি ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানের গুদামে গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে ট্রাকে বোঝাই করা ২৪৫ বস্তা পটাশ সার জব্দ ও গুদামে নিয়মবর্হিভুতভাবে রাখা অতিরিক্ত ৮২৫ বস্তা বিভিন্ন জাতের সারের মজুত ধরা পড়ে।
এসময় ভ্রাম্যমাণ আদালত ৮২৫ বস্তা সারসহ গুদাম সিলগালা ও খুচরা সার ডিলার রাফি ট্রেডার্স-এর মালিক আশরাফ হাজির ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ওই দিন পাচারের উদ্দেশ্যে ট্রাক বোঝাই ২৪৫ বস্তা পটাশ সার প্রকাশ্যে নিলামে ২লাখ ৪১ হাজার ৩২৫ টাকা বিক্রি দেন।
আরও পড়ুনঅবশিষ্ট গুদামে সিলগালা করা ৮২৫ বস্তা সার আজ বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় মুরইল বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার উপস্থিতিেিত গুদাম ঘরের সামনে জব্দ করা ৮২৫ বস্তা সার প্রকাশ্যে নিলামে তিন ব্যক্তির কাছে ৮ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকায় বিক্রি দেয়া হয় বলে আদমদীঘি উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম জানান।
মন্তব্য করুন