গোবিন্দ শুধু আমার, অন্য কারো নয় : সুনীতা

বিনোদন ডেস্ক : অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিবাহ বিচ্ছেদের খবরে সরগরম হয়েছিল বলিউড। কয়েকদিন আগেই খবর রটে যায়, আলাদা হওয়ার পথে হাঁটছেন এই জুটি। এমন গুঞ্জনে মন খারাপ হয়েছিল অভিনেতার ভক্তদের। তবে গণেশচতুর্থীর দিন একসঙ্গে হাজির হয়ে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন দুজন।
এদিন গণেশ পুজার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীতা স্পষ্ট জানিয়ে দিলেন, তাদের আলাদা করার ক্ষমতা কারও নেই। অভিনেত্রীর কথায়, আজ সবার গালে থাপ্পড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে। আমরা যদি সত্যিই আলাদা হতে চাইতাম, তাহলে কি এত ঘনিষ্ঠভাবে ক্যামেরার সামনে আসতাম? সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আমাদের কেউ আলাদা করতে পারবে না। ভগবান এলেও পারবেন না। শয়তানের পক্ষেও সম্ভব নয়। আমার বর শুধুই আমার। গোবিন্দও শুধু আমার। যতক্ষণ না আমি মুখ খুলছি, কেউ কিছু বিশ্বাস করবেন না।
গোবিন্দ ও সুনীতার দাম্পত্য জীবন দীর্ঘ ৩৮ বছরের। শোনা যাচ্ছিল, ২০২৪ সালের ডিসেম্বরে নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। এমনকি প্রতারণা ও নির্যাতনের অভিযোগও উঠেছিল গোবিন্দর বিরুদ্ধে। তবে বুধবার সকল অভিযোগ উড়িয়ে দেন তিনি। তিনি জানান, এই সব খবর সম্পূর্ণ গুজব। এমন পরিবারে থাকতে পারা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। বিচ্ছেদের গুজবে যারা উদ্বেগ প্রকাশ করেছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ।
আরও পড়ুন
মন্তব্য করুন