ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

অক্টোবরে আন্তর্জাতিকতায় প্রবেশ করছে কক্সবাজারে বিমানবন্দর: শেখ বশিরউদ্দীন

অক্টোবরে আন্তর্জাতিকতায় প্রবেশ করছে কক্সবাজারে বিমানবন্দর: শেখ বশিরউদ্দীন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বলেছেন, ‘কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ কাজের ৮০ শতাংশ শেষ হয়েছে। অক্টোবরে আন্তর্জাতিকতায় প্রবেশ করছে কক্সবাজারে বিমানবন্দর।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনের পর উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথা বলেন।

বিমানবন্দর এলাকায় পৌঁছে তিনি প্রথমে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের বিভিন্ন কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, প্রথমে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। এরপর ধাপে ধাপে বাড়ানো হবে ফ্লাইট সংখ্যা। আকর্ষণীয় মূল্যে যাত্রীদের টিকিট সরবরাহ দেওয়ার চেষ্টা থাকবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় অটোরিকশা চালক  হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

কাজিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ

চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি : কাদের সিদ্দিকী

একবার লাগালে ফসল ওঠে ১৫-২০ বছর পান চাষে ঝুঁকছেন শাজাহানপুরের কৃষকরা 

‘কমপ্লিট শাটডাউন’ চলবে, বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১