ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বগুড়া’র ‘দল অন্যরকম’-এর এগিয়ে চলা

বগুড়া’র ‘দল অন্যরকম’-এর এগিয়ে চলা

বিনোদন ডেস্ক ঃ শ্রোতা দর্শককে গানের মাঝে ডুবিয়ে রাখতে গান নিয়ে পাগলামী করে কত তরুণ, তার কোনো হিসেব নেই। বেহিসেবী এই পথচলায় নেমেছেন একদল তরুণ। ভিন্ন ধারার গানের এই তরুণ দলের নাম ‘দল অন্যরকম’। যে দলের গানে ভাসে মাটির ঘ্রাণ। আত্মার গভীরের সুরের চর্চা হবে— এমন চিন্তা চেতনা থেকেই ২০২০ সালে এ দলের জন্ম।

সংগীতের মৌলিক ধারার চর্চা করার প্রত্যয় নিয়েই ‘দল অন্যরকম’র প্রতিষ্ঠা করা হয়। মূলত মাটির গান, গ্রামের গান, চেতনার গান ও মুক্তির গান নিয়ে কাজ করে যাচ্ছে ‘দল অন্যরকম’। এই দল আর দশটি গানের দলের মত নয় ঐতিহ্যবাহী নাটকের সংগঠন ‘বগুড়া থিয়েটার’র নাট্যকর্মীরাই এই দলের আলোকবর্তিকা। তারা আত্মার গভীরে প্রবেশ করে নিজেকে অনুসন্ধান করাই হচ্ছে তাদের গানের অভিযাত্রা। শ্রোতদের মনের ভেতর প্রবেশ করাই ‘দল অন্যরকম’র শিল্পীদের মূল লক্ষ্য। ভিউ-বাণিজ্যের এ সময় একটু সামনে আসতে হয়, আলোয় আসতে হয় কিন্তু এ দলের শিল্পীরা আলোয় না এসে নিজেরা সুরের আলো ফেরি করেন শ্রোতার মন থেকে গভীর হয়েছে অনেক আগেই। কিন্তু নিভৃতচারী হওয়ার কারণে আড়ালেই রয়ে গেছে ‘দল অন্যরকম’।

আরও পড়ুন

দল অন্যরকম এর রিদমিক পার্টেও রয়েছে বিচিত্রতা। হারমনি, ঢোল, তবলা, কলস, ডারবুকা, খমক, নাকাড়া, মাদল, বাঁশি, বেহালা, কাহন, করতাল এর মত বাংলাদেশের নিজস্ব বাদ্যযন্ত্রের সাথে একোস্টিক গিটার ও ইলেকট্রিক গিটার মিশিয়ে এক অন্য রকম ফিউশানের চেষ্টা করেন তারা। দল অন্যরকম এর গানের অংশের মূল দায়িত্ব পালন করেন সোবহানী বাপ্পী আর কবিতা বা কথা অংশে মূল ভূমিকা পালন করেন অলক পাল। দোহার, পার্কেশন ও রিদমিক পার্টে সহায়তা করেন বায়েজিদ নিবিড়, স্বরণ, আমিনুল রকি, রবিউল করিম, গালিব, সানাউর রহমান ও নাঈমুল। ‘দল অন্যরকম এর সদস্যরা প্রত্যেকেই বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের নাট্যকর্মী ফলে তাদের পরিবেশনায় রয়েছে নাটকীয়তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে নুরকে

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস

চেয়ার-টেবিল ভেঙে রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ দিয়েছে রাবি ছাত্রদল

প্রধানমন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করল হুতিরা

তারেক রহমান-খালেদা জিয়ার মতো পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে

কুমিল্লায় মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা