সিরাজগঞ্জে জমিতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
_original_1756628722.jpg)
মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আজিজুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম মালশিন গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে।
একই গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন ও মোতালেব হোসেন জানান, বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন আজিজুল ইসলাম। হঠাৎ বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে আজিজুল মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে আজিজুল বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।
আরও পড়ুন
মন্তব্য করুন