ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের মুখপাত্র আবু ওবেইদা নিহত, দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাসের) মুখপাত্র আবু ওবেইদা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। গাজা শহরে একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনারা।
ইস্রায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছেন, আইডিএফ ও নিরাপত্তা সংস্থা শিন বেটকে ‘দূর্দান্ত অভিযানের জন্য’ অভিনন্দন।
হামাস এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে পূর্বে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছিল, ওই এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বহুসংখ্যক বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন।
ঘনবসতিপূর্ণ আল-রিমাল মহল্লায় বিমান হামলায় কমপক্ষে সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন, আহতদের মধ্যে শিশুদেরও আছে।
আইডিএফ এবং শিন বেট শনিবারের হামলার আরও বিশদ তথ্য দিয়েছে। যৌথ এক বিবৃতিতে সংগঠনগুলো দাবী করেছে, এই অভিযান ‘শিন বেট এবং আইডিএফের পূর্ববর্তী গোয়েন্দা তথ্যের কারণে সম্ভব হয়েছিল’, যা আবু ওবেইদার গোপন স্থান চিহ্নিত করেছিল।
ওবেইদা ছিলেন হামাসের সশস্ত্র বাহিনীর কয়েকজন সিনিয়র সদস্যের মধ্যে একজন, যারা ৭ অক্টোবর ২০২৩ সালের হামলার আগে দক্ষিণ ইসরায়েলে সক্রিয় ছিল।
আরও পড়ুনহামলার সময়, ছয় তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একযোগে দুটি দিক থেকে পাঁচটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার লক্ষ্য হওয়া ফ্ল্যাটটি একটি দাঁতের চিকিৎসক অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ওবেইদা ‘হামাসের সন্ত্রাসী সংগঠনের মুখপাত্র ছিলেন’।
গত কয়েক বছরে প্রায় ৪০ বছর বয়সী ওবেইদা হামাসের আল-কাসসাম ব্রিগেডসের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বহু বক্তব্য দেন। তিনি সবসময় একটি প্যালেস্টাইনীয় স্কার্ফে মুখ ঢেকে রেখেছিলেন এবং মধ্যপ্রাচ্যে হামাস সমর্থকদের কাছে তিনি একজন আইকন হয়ে ওঠেন।
এর আগে, শুক্রবার (২২ আগস্ট) সম্ভবত তার শেষ বক্তৃতায়, ওবেইদা বলেন, অবশিষ্ট ইসরায়েলি বন্দিদের ভাগ্য হবে হামাস যোদ্ধাদের মতোই এবং ইসরায়েলকে গাজা শহরে পরিকল্পিত আগ্রাসনের ব্যাপারে সতর্ক করেছেন।
সূত্র: আল জাজিরা।
মন্তব্য করুন