ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ  এশিয়া কাপের প্রস্তুতিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০৩ রানে ডাচদের অলআউট করেছে টাইগাররা। সিরিজ নিশ্চিত করতে এখন বাংলাদেশের দরকার মাত্র ১০৪ রান।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতেই তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। ইনিংসের চতুর্থ ওভারে নাসুম আহমেদের জোড়া আঘাতে নেদারল্যান্ডস পড়ে যায় চাপে।

মাত্র ১৪ রানে প্রথম উইকেট হারায় ডাচরা। নাসুমের বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ওপেনার ম্যাক্স ও’ডাউড (৮)। পরের বলেই ফেরেন তেজা নিদামানুরু, রানের খাতা না খুলেই ক্যাচ দেন পারভেজ হোসেন ইমনের হাতে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও নাসুমকে সঙ্গ দেননি অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

পাওয়ার প্লেতে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ৬ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৪০/৩। এরপর আবার আঘাত হানেন তাসকিন আহমেদ। ষষ্ঠ ওভারে ২৪ রান করা বিক্রমজিৎ সিংকে ক্যাচ বানান তানজিম সাকিবের হাতে। ওই ওভারেই আরও একটি ক্যাচের সুযোগ তৈরি করেছিলেন তাসকিন, কিন্তু তা তালুবন্দি করতে ব্যর্থ হন সাকিব।

আরও পড়ুন

নবম ওভারে বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস (৯) তাকে ক্যাচ দেন ইমনের হাতে। এই উইকেটের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোস্তাফিজের শিকার দাঁড়ায় ১৪১টি।

তাসকিন, নাসুম ও মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে নেদারল্যান্ডস শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ডা. আমিরুলকে নিজ হাসপাতালের কক্ষে গলা কেটে হত্যা, আটক ৪

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর পাকাকরণের কাজ শুরু

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, বেড়িবাঁধে ধস

এক বছর যাবত অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন সহকারী শিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা