দুদক’র মামলায় ডাঃ ফিরোজ মাহমুদ ইকবালসহ ৩ জন খালাস পেলেন

কোর্ট রিপোর্টার : দুর্নীতি দমন কমিশন কর্তৃক দুর্নীতির অভিযোগ এনে দায়েরকৃত মামলার রায়ে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার এ্যাসাইমেন্ট অফিসার ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল সহ ৩ জনকে খালাসের আদেশ দেয়া হয়েছে।
এই মামলায় খালাস প্রাপ্ত অপর ২ জন হলেন বগুড়ার এলজিইডি’র সাবেক ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৗশলী আনিছুর রহমান এবং সড়ক ও জনপথ বগুড়া সার্কেলের সাবেক তত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বগুড়া স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র সোস্পশাল জজ মোঃ শাহজাহান কবির এই মামলার রায় দেন।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কর্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক আবদুল বাছেত গত ২০০৫ সালের ১ এপ্রিল হতে ২০০৬ সালের ৩১ ডিসেম্বর পর্য়ন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঠিকাদারী কাজে ১ কোটি ৪৭ লাখ টাকার অনিয়মের অভিযোগ এনে এই মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে দুদক”র সহকারী পরিচালক আবদুল বাছেত খালাসপ্রাপ্ত ওই ৩ জনের বিরুদ্ধে এই মামলার অভিযোগত্র দাখিল করেন।
আরও পড়ুনমামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে দুদক’র পিপি উত্তম কুমার এবং খালাস প্রাপ্তদের পক্ষে এড. একেএম মাহবুবুর রহমান. এড. আত্বাুর রহমান ও এড. জাহিদুল ইসলাম বাচ্চু।
মন্তব্য করুন