ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজন গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রোববার দিবাগত গভীররাতে উপজেলার নসরতপুর ইউপির বিনাহালি গ্রাম থেকে তাদের গ্রেফতার ও চোরাই গরু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আদমদীঘি উপজেলার বিনাহালি আকন্দপাড়ার হাসান কাজীর ছেলে হারুনুর রশিদ ওরফে হারুন (৫৫) ও একই গ্রামের শমসের আলী আকন্দের ছেলে ইদ্রিস আলী (৪৬)।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল রোববার দিবাগত রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ অস্ত্র উদ্ধার পরিচালনাকালে আদমদীঘির বিনাহালি গ্রামে চোরাই গরু বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২ টার দিকে বিনাহালি গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত হারুনুর রশিদ হারুনের বাড়ির গোয়াল ঘর থেকে দুইটি চোরাই গরু উদ্ধার করেন।

আরও পড়ুন

এরপর গ্রেফতারকৃতদের দেয়া তথ্যানুসারে পলাতক আসামি ইছাহাক আলী ওরফে ইচনের বাড়ির গোয়াল ঘর থেকে আরো দুটি চোরাই গরুসহ মোট চারটি গরু উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন. এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করে আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। চোরাই গরুর মালিক এখনও সনাক্ত হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ডা. আমিরুলকে নিজ হাসপাতালের কক্ষে গলা কেটে হত্যা, আটক ৪

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর পাকাকরণের কাজ শুরু

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, বেড়িবাঁধে ধস

এক বছর যাবত অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন সহকারী শিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা