ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

চবিতে হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা

চবিতে হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা, ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের প্রায় ৪৮ ঘণ্টা পর মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার বাদি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা প্রধান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার (১ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতের দিকে মামলাটি করা হয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। এর আগে গত শনিবার দিনগত রাতে এক নারী শিক্ষার্থীকে ভাড়া বাসার দারোয়ান হেনস্তা করে, এ অভিযোগে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ওই রাতভর সংঘর্ষের পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনার জের ধরে পরেরদিন (রোববার) সকাল ১১টার দিকে আবারো সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও এলাকাবাসী। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ ঘটনায় প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে, গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এক শিক্ষার্থীকে। আইসিউতে আছে দুই শিক্ষার্থী।এ ঘটনায় সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলনে হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার কথা জানান উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন। এছাড়াও সংবাদ সম্মেলনে বেশকিছু সিদ্ধান্ত জানান উপ-উপাচার্য। 

সিদ্ধান্তগুলো হলো:—

  •     সংঘর্ষে আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় প্রশাসন বহন করবে। এর জন্য ৫সদস্য বিশিষ্ট্য একটি কমিটি করা হয়েছে।
       
  • শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি মডেল থানা স্থাপনের বিষয়ে সরকারকে অনুরোধ করবে প্রশাসন। 
       
  • বিশ্ববিদ্যালয় রেলক্রসিং এলাকায় একটি পুলিশ বক্স স্থাপনের ব্যবস্থা নেবে প্রশাসন। 
       
  • সংঘর্ষে ঘটনা পর্যালোচনার জন্য আগামীকাল (আজ) ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) একটি জরুরী সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। 
       
  • জোবরা এলাকার বাড়িওয়ালাদের সাথে সমন্বয় করার জন্য একটি কমিটি করা হবে। 
       
  • বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স প্রত্যাহার না করার অনুরোধ করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একটি হটলাইন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

আরও পড়ুন


মামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম একাত্তরকে বলেন, শিক্ষার্থী ও এলাকাবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

মামলা দায়েরের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের দাম ৩ টাকা কমলো 

আড়াই বছর পর বেনাপোল দিয়ে তিন চালানে দেশে এলো ৬০ টন পেঁয়াজ

ডাকসু নির্বাচন : আপিল বিভাগে শুনানি বুধবার

এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালের ৩৪টি মামলায় চার্জশিট

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ তিন দিন পর হস্তান্তর