ক্রীড়া পরিষদ থেকে আমিনুলের বিদায়

ছুটি চেয়ে না পেয়ে অফিসে অসুস্থ হয়ে যাওয়া সহকর্মী সালেহা সুলতানা নাজমার মৃত্যুর পর ক্ষুব্ধ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কর্মচারী ইউনিয়ন সদস্যদের তোপের মুখে পড়েছিলেন মো. আমিনুল ইসলাম। নানা কারণে আলোচিত ছিলেন তিনি। গতকাল তাকে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের স্বাক্ষরিত পত্রে তাকে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (ইজিসিবি) নির্বাহী পরিচালক পদে বদলি করা হয়েছে। এনএসসি সচিব পদে দায়িত্ব পালনকালে মো. আমিনুল ইসলামের সঙ্গে ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির কর্মকর্তাদের শীতল লড়াইয়ের খবর চাউর হয়েছে। বাংলাদেশ অলিম্পিক আসোসিয়েশনের (বিওএ) নানা অসংগতি নিয়ে সম্প্রতি সরব হয়েছেন অনেক ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা। গুঞ্জন আছে, এখানে মূল কুশীলব ছিলেন মো. আমিনুল ইসলাম। বদলির আদেশে বলা হয়েছে, ৮ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় পরদিন থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন।
আরও পড়ুনমন্তব্য করুন