ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪৪ রাত

৩য় আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৫-এ সম্মাননা অর্জন করলো পূবালী ব্যাংক

বাংলাদেশের বেসরকারী খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি ৩য় আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ ও অ্যাওয়ার্ডস ২০২৫-এ শীর্ষ সম্মান অর্জন করেছে। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের (ওঈঈ) আয়োজনে ভারতের রাজধানী নয়াদিল্লির লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এই কনক্লেভে পূবালী ব্যাংক পাঁচটি ক্যাটাগরিতে সম্মানিত হয়: সেরা ব্যাংক, সম্পদের গুণগত মান, প্রবৃদ্ধি, এমএসএমই ত্বরান্বিতকরণ এবং এআই/এমএল বাস্তবায়ন।

পূবালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মনজুরুর রহমান ব্যাংকের পক্ষে শ্রীলঙ্কা কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জে.পি.আর. করুনারত্নের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এসময় উপস্থিত ছিলেন। 

ভারতের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট’-এর পরিচালক পার্থ রায়, ছ.ট.ও.ঊ.ঞ. ওহপ.-এর প্রেসিডেন্ট ও সিইও এবং চঈি-এর প্রাক্তন পার্টনার ডঃ জয়দীপ কে. রায় এবং ঘচঝ ঞৎঁংঃ-চঋজউঅ এর প্রাক্তন চেয়ারম্যান, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং আইসিসি ন্যাশনাল এক্সপার্ট কমিটি অন বিএফআইসি-এর চেয়ারম্যান অতনু সেন অন্যান্য সম্মাননা পদকসমূহ আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।

আরও পড়ুন

এই অর্জন পূবালী ব্যাংকের দীর্ঘদিনের আস্থা, নির্ভরযোগ্যতা ও মানসম্মত সেবার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। ব্যাংকের প্রবৃদ্ধি একটি সুস্পষ্ট ভিশনের আলোকে পরিচালিত হয় Ñ উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদান করা এবং একইসঙ্গে সর্বোচ্চ নৈতিক মানদণ্ড ও গ্রাহক সেবাকে অক্ষুণ্ন রাখা। পূবালী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি এর মানবসম্পদ Ñ তাদের নিষ্ঠা, দক্ষতা ও সততার মাধ্যমে ব্যাংক ক্রমাগত অগ্রসর হচ্ছে এবং গ্রাহক ও সমাজের ইতিবাচক অবদান রেখে চলেছে।

কনক্লেভে সম্মানীত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান অর্থনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স-এর সিইও শ্রী বিশ্ব কেতন দাস, ভারতীয় চেম্বার অফ কমার্স -এর মহাপরিচালক ডঃ রাজীব সিংহ, ভারতীয় চেম্বার অফ কমার্স-এর প্রেসিডেন্ট অভ্যুদয় জিন্দাল- সহ আরও অনেকে। তাঁদের অংশগ্রহণ এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বৈশ্বিক প্রেক্ষাপট ও গভীরতা যোগ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পাঁচ প্রতিষ্ঠানে যাতায়াতে জনদুর্ভোগ, মাত্র ২০০ মিটার রাস্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে সুপারভাইজার নিহত

নাটোরে চিকিৎসককে গলা কেটে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, প্রেমের সম্পর্ক ও চাকরিচ্যুত করার ক্ষোভ

বগুড়ায় শাজাহানপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে আট মাসে ৯১ অভিযান জরিমানা ১৬ লাখ টাকা