নির্বাচনে যারা জামানত হারানোর আশঙ্কায় রয়েছেন, তারাই পিআর পদ্ধতি চায়- রেজাউল করিম বাদশা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বিএনপি’র ইতিহাস ৪৭ বছরের লড়াই, সংগ্রামের ইতিহাস। বিএনপিকে যুগে যুগে ধ্বংস করার জন্য সবগুলো রাজনৈতিক দলই চেষ্টা করেছিল। কিন্তু বিএনপিকে কখনো জনগণের মন থেকে মুছে ফেলতে পারেনি। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পবিত্র রক্তেই বিএনপি’র জন্ম।
প্রথমে জাতীয় পার্টি চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করতে কিন্তু পারেনি, জামায়াত চেষ্টা করেছে কিন্তু পারেনি, সবশেষ আওয়ামী লীগ বিএনপিকে নিঃশেষ করার এজেন্ডা নিয়ে কাজ করেছে কিন্তু সফল হতে পারেনি। বিএনপি এখন আগের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী সংগঠন। জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতসহ সব ধরনের রাজনৈতিক দলকে দেশে রাজনীতি করার সমান সুযোগ করে দিয়েছে।
দেশের একশ্রেণির দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু বিএনপি পিআর পদ্ধতি বিশ্বাস করে না। যারা নির্বাচনে জামানত হারানোর আশঙ্কা করছেন তারাই পিআর পদ্ধতি চান। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের ভালোবাসায় জনগণের ভোটে ক্ষমতায় যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান যাকেই ধানের শীষের নমিনেশন দিবেন আমরা সবাই তার হয়েই কাজ করবো।
আরও পড়ুনবগুড়ার সাতটি আসনে আমরা বিপুল ভোটে জয়লাভ করে, সেই আসনগুলো তারেক রহমানের হাতে উপহার দিতে চাই। গতকাল বুধবার সকালে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের মাঠে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সারিয়াকান্দি পৌর বিএনপি’র সভাপতি শাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরার সঞ্চালনায় সভায় বক্তব্য আরও রাখেন, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপি’র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ভিপি সহিদ-উন-নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, জেলা বিএনপি’র উপদেষ্টা নূরুল ইসলাম বাদশা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, সোনাতলা মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মহিদুল ইসলাম রিপন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব প্রমুখ। পরে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন