ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হিন্দি টিভি সিরিয়ালের অভিনেতা

হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা আশিস কাপুর

বিনোদন ডেস্কঃ ভারতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছেন পুনে পুলিশ। বুধবার পুনে থেকে গ্রেফতার করা হয় তাকে। খবর এনডিটিভির।

ভারতীয় গণমাধ্যম এই সময় অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত ১১ আগস্ট এক হাউস পার্টিতে অভিনেতা আশিস কপুরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করলে সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।

আগস্টের মাঝামাঝি অভিযোগ দায়ের হলেও গ্রেফতারে দেরির কারণ জানতে চাইলে পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া জানান, অভিযোগের পর থেকেই আশিস পলাতক ছিলেন। তবে তার গতিবিধি পুলিশের নজরদারিতে ছিল।

তিনি আরও জানান, আশিস প্রথমে গোয়াতে যান। তারপর সেখান থেকে যান পুনেতে। সেখান থেকে পুলিশের জালে ধরা পড়েন তিনি। তবে, আশিসকে গ্রেফতার করা হলেও অভিযোগকারীর বয়ানে অসঙ্গতি রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

প্রথমে অভিযোগকারী জানান, আশিসের আয়োজন করা পার্টিতে অন্য দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে। তবে সাত দিন পর, ১৮ আগস্ট তিনি বয়ান পরিবর্তন করে বলেন, আশিস একাই তাকে ধর্ষণ করেছেন।

এ ঘটনায় শুরুতে পুলিশ গণধর্ষণের মামলা দায়ের করেছে। তবে আশিসকে জিজ্ঞাসাবাদ শেষে পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বদরুদ্দীন উমরের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক

ডাকসু নির্বাচন: শপথ নিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা

দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে

ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান

পেশিশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না : স্বরাষ্ট্র উপদেষ্টা