নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এসময় নুরের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মির্জা আব্বাস।
জানা গেছে, বিএনপি নেতা মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় তাদের থেকে তিনি নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার খুঁটিনাটি সম্পর্কে উপস্থিত চিকিৎসকদের কাছ থেকেও জানতে চান তিনি।
এরপর নুরের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস। এসময় তিনি বলেন, নুর খুব সাহসী তরুণ নেতা। তার ওপর নৃশংস হামলা হয়েছে কিন্তু আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ তার পাশে আছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি আবার আগের মতো শক্ত হয়ে দাঁড়াবেন।
এসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনএদিকে, নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে।
উল্লেখ্য, ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
মন্তব্য করুন