ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে আহত ৪

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে আহত ৪, ছবি: দৈনিক করতোয়া ।

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : চিরিরবন্দরে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর পার্বতীপুর আঞ্চলিক সড়কের বেলতলী বাজরের আগে হজরতপুর মোড়ে ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর পার্বতীপুর আঞ্চলিক সড়কের শিমুলতলী বাজার থেকে দুটি ট্রাক্টর বেপরোয়াভাবে ওভারটেকিং করতে করতে বেলতলী বাজারের দিকে যাচ্ছিল। এসময় বেলতলী বাজার থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী একটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটোরিকশাটি ছিটকে গিয়ে পাশের জমিতে পড়ে যায়। এসময় অটোচালক, যাত্রী মৌসুমী বেগম (৪২), কলেজছাত্র তামিম (১৭), ট্রাক্টরের হেলপার সৈয়দ আলীসহ চারজন গুরুতর আহত হন। 

চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মকর্তা লিমন মন্ডল বলেন, গুরুতর আহতদের উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  স্বাস্ব্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের অবস্থার গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দিমেক হাসপাতালে রেফার করা হয়েছে। 

আরও পড়ুন

থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ট্রাক্টর দুটি থানায় জব্দ করা হয়েছে। ট্রাক্টর চালক মাহবুর ও মশিউর পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারিয়ে যাচ্ছে দেশি মাছ

বিসিসিআই নির্বাচনের তারিখ ঘোষণা

হত্যা মামলায় একই পরিবারের ৬ জনের যাবজ্জীবন

শুধুই আমাকে ভালোবাসুন : মিষ্টি জান্নাত

যারা কচিতে নির্লজ্জ, বুড়ি হয়েও নির্লজ্জ: স্বস্তিকা

কক্সবাজারের বাঁকখালীতে উচ্ছেদে বাধা, ৩ মামলায় আসামি ১৬৫০