ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের সামনে পুরো প্রক্রিয়া রাখতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

ঢাবি প্রতিনিধি ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, আসন্ন ডাকসু নির্বাচনের প্রতিটি ধাপ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য পুরো নির্বাচনী প্রক্রিয়া সাংবাদিকদের সামনে উন্মুক্ত রাখা হবে বলে জানান তিনি।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ডাকসু নির্বাচন নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা চাই সাংবাদিকদের চোখের সামনে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হোক। স্বচ্ছতাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।” উপাচার্য আরও বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় বহুমুখী ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এ প্রসঙ্গে তিনি জানান, প্রথম দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টোরিয়াল টিম, স্বেচ্ছাসেবক, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীও সহযোগিতা করবে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা আমাদের পরীক্ষিত বন্ধু। গণমাধ্যমের উপস্থিতি শুধু স্বচ্ছতাই নিশ্চিত করবে না, শিক্ষার্থীদের মধ্যেও আস্থা তৈরি করবে।”

উপাচার্যের এ বক্তব্যে পরিষ্কার হয়েছে, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনকে ঘিরে প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রেক্ষাগৃহে মেহজাবীনের ‘সাবা’

জীবিত মাকে মৃত দেখিয়ে ব্যাংক ঋণ, দেনদারকে পুলিশে সোপর্দ ও মামলা দায়েরের নির্দেশ

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত সাবিনা ইয়াসমিন, গানে গানে মুগ্ধ করলেন দর্শককে

বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার মূলহোতা গ্রেপ্তার

ডাকসুর হল সংসদ নির্বাচন থেকে সরে না দাঁড়ানো ৭ প্রার্থীকে ছাত্রদল থেকে বহিষ্কার