ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে নতুন খবর দিলেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে নতুন খবর দিলেন স্কালোনি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, লিওনেল মেসি এখনো ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং সময় নিয়ে, ধীরে-সুস্থে, শান্তভাবে বিষয়টি ভেবে দেখবেন।

গত ৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার জার্সিতে বুয়েন্স আয়ার্সের এস্টাডিও মনুমেন্টালে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচটি ছিল মেসির দেশের হয়ে শেষ কোনো আনুষ্ঠানিক ম্যাচ। ম্যাচ শেষে আবেগঘন বিদায়ী মুহূর্তে ভক্তদের উদ্দেশে হাত নাড়লেও বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চয়তা দেননি তিনি। মেসি বলেছিলেন, ‘আমি প্রতিদিন নিজের অনুভূতি অনুযায়ী এগোই। যখন ভালো লাগবে তখন খেলব, উপভোগ করব; কিন্তু যখন ভালো লাগবে না, তখন জোর করে থাকতে চাই না। তাই এখনো সিদ্ধান্ত নিইনি। এই মৌসুম শেষ করে, তারপর প্রাক-মৌসুম প্রস্তুতি শেষে দেখব কেমন লাগে। আশা করি ২০২৬ সালের প্রাক-মৌসুম ভালো যাবে, এমএলএস মৌসুমটাও ভালোভাবে শেষ করব, এরপর সিদ্ধান্ত নেব।’

এ নিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি যোগ করেন, ‘আমি লিওর সঙ্গে বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। জানি সে সময় নিয়ে সিদ্ধান্ত নেবে। সে যা-ই ঠিক করুক না কেন, সেটাই আমাদের কাছে ঠিক হবে।’

আরও পড়ুন

ইকুয়েডরের বিপক্ষে আগামীকাল (বুধবার) ভোরে আর্জেন্টিনার শেষ বাছাইপর্বের ম্যাচে খেলবেন না মেসি। কোচ স্কালোনির সঙ্গে আলোচনার পর চোট থেকে সেরে ওঠাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মেসি বলেন, ‘আমি ও স্কালোনি আলোচনা করে ঠিক করেছি যে, এখন বিশ্রামই ভালো। ইকুয়েডরে ভ্রমণ না করে চোট থেকে সেরে ওঠায় মনোযোগ দিচ্ছি। সামনে এমএলএস জয়ের লক্ষ্য আছে। অক্টোবর মাসে একটি প্রীতি ম্যাচ আছে, তখন আবার দলের সঙ্গে দেখা হবে।’ এরইমধ্যে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা বাছাইপর্বে শীর্ষে থেকে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ওরে জান’খ্যাত গায়িকা মারুফা তৃষা গানের ভুবনের নতুন বিস্ময়

বগুড়ায় দুদক’র মামলা পরিচালনার জন্য তিন পিপি নিয়োগ

সেন্টমার্টিনে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

সাতক্ষীরায় পুলিশে চাকরির প্রলোভন, প্রতারকের এক মাস কারাদণ্ড

নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা!

ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান