কাতারে হামলা নেতানিয়াহুর সিদ্ধান্ত, আমার নয় : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতারের রাজধানী দোহায় হামাসকে লক্ষ্যবস্তু করে ইসরায়েলের হামলা মূলত ‘ইসরায়েল বা আমেরিকার লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করবে’। তিনি হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের প্রসঙ্গে ‘খুবই খারাপ লাগছে’ বলেও মন্তব্য করেন। ট্রাম্প জানান, মার্কিন সেনারা তাকে ইসরায়েলের হামলার বিষয়ে জানিয়েছিল, তবে তা ঠেকানোর জন্য তখন দেরি হয়ে যায়। ট্রাম্প স্পষ্ট করেন, এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্ত ছিল, তার নয়।
হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে হামাস দাবি করেছে, যার মধ্যে কাতারের নিরাপত্তা সদস্যও রয়েছেন। তবে সংগঠনের নেতৃত্ব বেঁচে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা ‘সুনির্দিষ্ট অস্ত্র দিয়ে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে’ এই অভিযান চালিয়েছে। ট্রাম্প এক বিরল সমালোচনায় বলেন, ‘কাতারের মতো একটি সার্বভৌম রাষ্ট্রে একতরফা বোমা হামলা-যা আমাদের ঘনিষ্ঠ মিত্র এবং শান্তি প্রতিষ্ঠার ঝুঁকি নিচ্ছে-আমাদের কোনো লক্ষ্যেই সহায়ক নয়।’
আরও পড়ুনহোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে এ ধরনের ঘটনা আর হবে না। তবে তিনি আবারও জোর দিয়ে বলেছেন, হামাসকে অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং এই যুদ্ধ শেষ করতে হবে। খবর : বিবিসি।
মন্তব্য করুন