বগুড়ার নন্দীগ্রামে গ্রামীণফোনের টাওয়ার থেকে ৫৪টি ব্যাটারি চুরি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরের হিন্দুপাড়ায় অবস্থিত মুঠোফোন কোম্পানি গ্রামীণ ফোনের একটি টাওয়ারে জিপিবিটিএস রুমের তালা কেটে ৫৪টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা টাওয়ারের দুই ভোল্টের ৪৮টি এবং ৪৮ ভোল্টের ছয়টি ব্যাটারি নিয়ে যায়। চুরির কারণে টাওয়ারে সাময়িক সমস্যা দেখা দিলেও আজ বুধবার (১০ সেপ্টেম্বর) নতুন ব্যাটারি সংযোগ দেওয়া হয়।
বগুড়া জেলা গ্রামীণফোন টাওয়ারের ডেপুটি রিজিওনাল ম্যানেজার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, চুরি হওয়া ব্যাটারিগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রামীণফোন টাওয়ারে ব্যাটারি চুরির ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুনমন্তব্য করুন