সিপিএল’র প্লেঅফে সাকিবের অ্যান্টিগা

স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) গত আসরে অভিষেক হয়েছিল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের। তবে প্রথম আসরটা খুব একটা ভালো কাটেনি, লিগপর্বেই থেমে গিয়েছিল তাদের যাত্রা। নিজেদের দ্বিতীয় আসরে খেলতে নেমেই সিপিএলে এই প্রথম প্লে-অফ নিশ্চিত করল অ্যান্টিগা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে মাত্র ৯৯ রানেই গুটিয়ে দিয়ে আগেই কাজটা সহজ করে তুলেছিল অ্যান্টিগা। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৪ উইকেটের কষ্টার্জিত জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে জেইডেন সিলসের বোলিং তোপে পাওয়ার প্লেতে ২৬ রান তুলতেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে ফেলে গায়ানা। দুই ওপেনার মঈন আলি ১০ ও বেন ম্যাকডারমট ১৪ রানে ফেরার পর শিমরন হেটমায়ার খালি হাতেই বিদায় নেন। এরপর শাই হোপ ১৪ বলে ৩ চার ও ১ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া শেষদিকে কোয়েন্টিন স্যাম্পসন ১৯ ও ডোয়াইন প্রিটোরিয়াস ১২ রান করলে ১৮.১ ওভারে মাত্র ৯৯ রানেই থামে গায়ানার ইনিংস। অ্যান্টিগার হয়ে জেইডেন সিলস সর্বোচ্চ ৪ ও উসামা মির ৩ উইকেট শিকার করেছেন।
বোলিংয়ে সাকিব ৪ ওভারে ২৮ রান খরচায় ১ উইকেট নিয়েছেন। পরবর্তীতে ব্যাট হাতে কিছু করতে পারেননি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। ২ বলে ১ রান করে মইন আলীর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। তবে ওপেনার আমির জাঙ্গুর ব্যাটে চড়ে জয় তুলে নেয় অ্যান্টিগা। ছোট লক্ষ্য তাড়ায় অবশ্য অ্যান্টিগার শুরুটাও ভালো হয়নি। মাত্র ৩৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে সাকিবের দল। তবে একপ্রান্ত আগলে ছিলেন ওপেনার আমির জাঙ্গু। অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেনের সঙ্গে ছোট দুটি জুটিতে হারের শঙ্কা দূর করেন ক্যারিবীয় ব্যাটার জাঙ্গু। এই উইকেটকিপার ব্যাটার ৫৭ বলে পিচ উপযোগী এবং ম্যাচ জিততে কার্যকরী ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫১ রান করেন। এ ছাড়া ইমাদ ১৬ ও অ্যালেন ১৫ রান করলে ৫ বল ৪ উইকেট হাতে রেখে অ্যান্টিগার জয় নিশ্চিত হয়। গায়ানার পক্ষে ইমরান তাহির ও মঈন আলি দুটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুনলিগপর্বের ১০ ম্যাচ শেষে ৫ জয় ও ৪ হারে ১১ পয়েন্ট পেয়েছে অ্যান্টিগা। বর্তমানে তাদের অবস্থান তিন নম্বরে। ৯ ম্যাচে সমান ১২ পয়েন্ট শীর্ষ দুইয়ে আছে যথাক্রমে সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্স। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে গায়ানা।
মন্তব্য করুন