ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বকাপের টিকিটের দাম কমাতে বললেন মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি।

স্পোর্টস ডেস্কঃ নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি আবারও আলোচনায়। সাশ্রয়ী নগরী গড়ার প্রতিশ্রুতিতে ডেমোক্র্যাটিক মনোনয়ন জেতা এই প্রার্থী এবার ক্ষোভ ঝেড়েছেন বিশ্বকাপ ফুটবলের টিকিটের আকাশছোঁয়া দামের বিরুদ্ধে। বুধবার থেকে বিশ্বকাপের প্রিসেল টিকিটের জন্য আবেদন শুরু হতেই এক পিটিশন প্রকাশ করেন মামদানি। সেখানে তিনি ফিফার পরিকল্পনাকে “প্রাইস গাউজিং” বা অযৌক্তিক দাম চাপিয়ে দেওয়া হিসেবে অভিহিত করে টিকিটের দাম কমানোর আহ্বান জানান।

মামদানির দাবি, নিউইয়র্কের সাধারণ মানুষ যাতে স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখতে পারে, সেজন্য অন্তত ১৫ শতাংশ টিকিট স্থানীয়দের জন্য ছাড়ে বরাদ্দ রাখতে হবে। এক ভিডিও বার্তায় ফুটবলপ্রেমী মামদানি বলেন, “আজীবন ফুটবল, দুঃখিত, মানে সকার- ভক্ত হিসেবে আমি দারুণ উচ্ছ্বসিত। কিন্তু প্রশ্ন হলো, নিউইয়র্কের সাধারণ কর্মজীবী মানুষ কি আদৌ কোনো ম্যাচ দেখতে পারবে?”

আগামী বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার ১৬ শহরে। এর মধ্যে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে আটটি ম্যাচ, ফাইনালসহ। নিউইয়র্ক থেকে ট্রেন যাত্রার দূরত্বেই মাঠ।মামদানি অভিযোগ করেন, “আমাদের অনেক প্রতিবেশীই এই খেলার অংশ হতে পারবেন না, কারণ ফিফা দামের কারণে শ্রমজীবী মানুষকে তাদের প্রিয় খেলাটির বাইরে ঠেলে দিচ্ছে।”

ফিফা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সম্প্রতি ফিফার ‘ভ্যারিয়েবল প্রাইসিং’ মডেল- এয়ারলাইন্স বা হোটেলের মতো চাহিদার ওপর দাম ওঠানামার নিয়ম ভক্তদের মধ্যে বিতর্ক তৈরি করেছে। গত সপ্তাহে কর্মকর্তারা জানিয়েছিলেন, গ্রুপ পর্বের টিকিট শুরু হবে ৬০ ডলার থেকে, আর ফাইনালের টিকিট যাবে সর্বোচ্চ ৬,৭৩০ ডলার পর্যন্ত। তবে চাহিদা অনুযায়ী দাম আরও বাড়তে বা কমতে পারে। মামদানি দাবি করেন, পুনরায় বিক্রির টিকিটের দামেও সীমা বেঁধে দিতে হবে। মেক্সিকোতে ফিফা ইতিমধ্যেই তা করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও কানাডায় করেনি।

আরও পড়ুন

ফিফার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আমাদের মূল্য নির্ধারণ বর্তমান বাজারের বাস্তবতা এবং হোস্ট দেশগুলোর বিনোদন ও ক্রীড়া ইভেন্টের মানদণ্ডকে প্রতিফলিত করে। আমরা বিদ্যমান এবং সম্ভাব্য ভক্তদের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করতে চাই। গ্রুপ পর্বের টিকিট ৬০ ডলার থেকে শুরু, যা যুক্তরাষ্ট্রের মতো দেশে বড় একটি বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের জন্য প্রতিযোগিতামূলক দাম।”

তারা আরও জানায়, বিশ্বকাপ থেকে যে আয় হয়, তার ৯০ শতাংশই ফিফার ২১১ সদস্য দেশের ফুটবল উন্নয়নে বিনিয়োগ করা হয়। এ অর্থ ছাড়া অর্ধেকেরও বেশি সদস্য দেশ ফুটবল পরিচালনা করতে পারত না। বুধবার থেকেই শুরু হয়েছে টিকিট প্রিসেলের আবেদন, চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। তবে এটি ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ নয়—অর্থাৎ প্রথম দিন বা শেষ দিনে আবেদনকারীদের সুযোগ সমান। এরপর ১ অক্টোবর থেকে মূল প্রিসেল শুরু হলে মিলবে একক ম্যাচ, নির্দিষ্ট দল বা নির্দিষ্ট ভেন্যুর টিকিট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত