ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

ছবি : সংগৃহীত,টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি পাবেন তারা। 


২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি। আর ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি। 

পরের দুদিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিনের ছুটি মিলবে সরকারি কর্মচারীদের। 

আরও পড়ুন


উল্লেখ্য, সাধারণত সরকারি কর্মচারীদের ঈদে তিন দিন করে ও দুর্গাপূজায় একদিন ছুটি থাকে। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল।


তবে ২০২৫ সালের দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিন ছুটি এবং শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। গত বছরের ১৭ অক্টোবর ছুটির তালিকা অনুমোদন করা হয়। সে অনুযায়ী ছুটির তালিকা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পর বাজারে সাপ্লাই ঠিক রাখা চ্যালেঞ্জ ছিল : বাণিজ্য উপদেষ্টা

অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি

ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১

দিনাজপুরের পার্বতীপুরে একই রাতে তিন মসজিদে চুরি

জামায়াতে ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে: ইজ্জত উল্লাহ

কালিগঙ্গা নদী‌ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার