ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

হতাশার কিছু নেই, আশাবাদী থাকা উচিত : ক্রীড়া উপদেষ্টা

হতাশার কিছু নেই, আশাবাদী থাকা উচিত : ক্রীড়া উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে বাংলাদেশের মূল পরীক্ষাটা শুরু হয়েছে গতকাল (শনিবার)। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি। মাত্র ১৩৯ রানের পুঁজি নিয়ে ৬ উইকেটের বড় হার দেখেছে লিটন দাসের দল। এই ম্যাচটি আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে মাঠ ছাড়ার সময় তিনি বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা, ‘হতাশার কিছু নেই। আমি মনে করি আশাবাদী থাকা উচিত। আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে। যদিও আজকের খেলা আরও ভালো হতে পারত। আমাদের দলের শুরু থেকেই ধারাবাহিকতা নিয়ে একটা সমস্যা আছে। আশা করি পরের ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগমুহূর্তে গতকাল বাংলাদেশ দলের সকল সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন আসিফ। সেখানে কী কথা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলার আগে তো বেশি কথা বলার সুযোগ নেই। দলকে শুধু বেস্ট অব লাক জানিয়েছি আর তাদের কথা শুনেছি।’পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩ উইকেটে ৩০ রান করেছিল বাংলাদেশ। সেখানেই বাংলাদেশের আশা অনেকটাই ফিকে হয়ে যায় বলে মনে করেন আসিফ মাহমুদ, ‘আমাদের পাওয়ার প্লেতে খারাপ হয়েছে। পাওয়ার প্লেতে যদি আমরা ভালো একটা পুশ দিতে পারতাম। তাহলে পুরো ম্যাচটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যেত।’

আরও পড়ুন

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের সুপার ফোরে খেলার পথটা কঠিন হয়ে গেছে। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেও, তাদের বাকি ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। একই কথা জানিয়ে আফগানিস্তান ম্যাচের তাকিয়ে আছেন ক্রীড়া উপদেষ্টাও, ‘এটা পুরোপুরি আমাদের পারফরম্যান্সের ওপর ডিপেন্ড করছে। পরের ম্যাচ দেখলেই বোঝা যাবে।’ গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার আফগানদের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় তীব্র হামলা ইসরায়েলে, একদিনেই ৪৯ জনকে হত্যা 

সৌদি আরবের ওপর দিয়ে মিসাইল পাঠিয়ে কাতারে হামলা চালায় ইসরায়েল

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা

ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

কাতারে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মুসলিম দেশগুলো