রংপুরে হাত পা বাধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর থানা পুলিশ হাত পা বাধা অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার করেছে। গতকাল রোববার ( ১৪ই সেপ্টেম্বর) রাতে উপজেলার সালাইপুর গ্রামের রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় গতকাল রোববার রাতে কে বা কারা হাত - পা বাধা অবস্থায় এক ব্যক্তি কে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের সালাইপুর গ্রামের রাস্তায় রেখে যায়। পরে স্হানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে থানার পুলিশ ওই ব্যক্তি কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করায়। তিনি নাম ঠিকানা কিছুই বলতে পারছেন না। ঘটনাস্থল সালাইপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রানু বলেন, একটি মিনি ট্রাক থেকে ওই ব্যক্তি কে ফেলে দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন
মন্তব্য করুন