বগুড়ার সান্তাহারে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার রেলওয়ে থানাধীন বাগবাড়ী এলাকায় রেললাইনের ভাঙা অংশে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ধীরগতিতে ট্রেন চলাচল করেছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে মেরামত কাজ শেষ হলে ঢাকা-পঞ্চগড় রেলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল রোববার রাত ৯টায় এ ঘটনাটি ডু-ইন-ইব্রাহীম তন্ময় নামের স্থানীয় এক বাসিন্দার চোখে পড়ে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে সান্তাহার জংশন স্টেশন থেকে একটি মালবাহী ট্রেন পারবর্তীপুর অভিমুখে যাচ্ছিল। এসময় ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানা এলাকার বাগবাড়ী গ্রামের নিকট পৌঁছলে রেললাইনের মাঝখানে ভেঙে গিয়ে বিকট শব্দ হয়। শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ডু-ইন-ইব্রাহীম তন্ময় ঘটনাস্থলে ছুটে এসে লাইনটি ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর তিনি ওই রাতেই রেলওয়ে থানায় খবর দেন।
আরও পড়ুনসান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রেল কর্মীরা মেরামতের জন্য ঘটনাস্থলে যান। ভাঙা অংশে কাপড় গুজে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখে। জানতে চেয়ে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
মন্তব্য করুন