ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বগুড়া-১ আসনে ১২৫ কেন্দ্রে ভোট দিবেন ৩ লাখ ৭১ হাজার ৪৬২ জন

বগুড়া-১ আসনে ১২৫ কেন্দ্রে ভোট দিবেন ৩ লাখ ৭১ হাজার ৪৬২ জন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) নির্বাচনি এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪শ’ ৬২ জন। ওই সংখ্যক ভোটার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনি এলাকায় পুরুষ ভোটারের চেয়ে প্রায় ৪ হাজার মহিলা ভোটার বেশি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়া-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪শ’ ৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭শ’ ১৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৮৭ হাজার ৭শ’ ৪২ জন। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৪শ’ ২০ জন এবং সোনাতলা উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪২ জন।

সারিয়াকান্দি উপজেলার ২ লাখ ৪শ’ ২০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৭শ’ ৪১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১ হাজার ৬শ’ ৭৪ জন। অপরদিকে সোনাতলা উপজেলার মোট ভোটার ১ লাখ ৭১ হাজার ৪২ জনের মধ্যে পুরুষ ৮৪ হাজার ৯৭৪ জন এবং মহিলা ভোটার ৮৬ হাজার ৬৮ জন।

আরও পড়ুন

ওই নির্বাচনি এলাকায় মোট ১২৫টি ভোট কেন্দ্রের মধ্যে সারিয়াকান্দিতে ৭১টি এবং সোনাতলায় ৫৪টি কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটিতে মোট ভোট কক্ষের সংখ্যা ৬৯৫, এরমধ্যে সারিয়াকান্দিতে ৩৭৫ এবং সোনাতলায় ৩২০টি।

উল্লেখ্য, ওই সংসদীয় আসনে হিজড়া ভোটারের সংখ্যা ৫ জন। এবিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো: সোহাগ চৌধুরী বলেন, ইতিমধ্যেই চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এই আসনে মোট ভোটারের মধ্যে পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি। আশা করা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে উল্লেখিত সংখ্যক কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১