ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সোনাতলায় রাশেদ হত্যা মামলায় দুই স্কুল শিক্ষকসহ তিনজন কারাগারে

বগুড়ার সোনাতলায় রাশেদ হত্যা মামলায় দুই স্কুল শিক্ষকসহ তিনজন কারাগারে। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : সোনাতলার পাকুল্লায় রাশেদ মিয়া (২৭) হত্যা মামলায় দুই স্কুল শিক্ষক সহ তিন আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। ওই তিন আসামি হলো, সোনাতলা উপজেলার পাকুল্লা’র মৃত সেকেন্দার আলীল ছেলে পাকুল্লা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল কবির, একই গ্রামের আফাজ উদ্দিন সরকারের ছেলে জাকিউল আলম জেলিস এবং চাড়ালকান্দির মৃত নুরুল ইসলাম মাস্টারের ছেলে হরিখালি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) মাসুদুর রহমান মিলন।

ওই তিন আসামি গতকাল রোববার বগুড়ার দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির আবেদন শুনানি শেষে নামঞ্জুর করে হাজতে প্রেরনের আদেশ দেন।

উল্লেখ্য, ওই আসামিরাসহ অন্যান্য আসামির গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সোনাতলার পাকুল্লা’র ছাইফুল ইসলাম এবং ওজেলা বেগমের ছেলে রাশেদ মিয়াকে একই গ্রামের হামিদ মাস্টারে বড়ির ভিতর মারপিট ও নির্যাতন করে গুরুতর আহত করে।

আরও পড়ুন

আহত রাশেদ মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ফেব্রুয়ারি মারা যায়। এ ব্যাপারে নিহত রশেদ মিয়ার মা ওজেলা বেগম বাদি হয়ে সোনাতলা থানায় এই হত্য মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১