ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে পেটের ভেতরে অভিনব কায়দায় পাচারকালে দুই হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। পালানোর সময় ধাওয়া করে টেকনাফ হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে জাহিদুল্লাহ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

 

কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সূত্রে জানা যায় এক ব্যক্তি মাদক বহন করে হাসপাতাল এলাকা থেকে পালকী বাস কাউন্টারের দিকে যাচ্ছে। তৎক্ষণাৎ অধিনায়কের পরিকল্পনা এবং নির্দেশনায় টেকনাফ বিওপি থেকে একটি বিশেষ টহল দল দ্রুত ওই এলাকায় অবস্থান নেয়। হাসপাতালের সামনে একটি অটোরিকশা সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামায়।

আরও পড়ুন

এ সময় অটোরিকশার একজন যাত্রী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. জাহিদুল্লাহর কথা ও আচরণে অসংলগ্নতা এবং অস্বাভাবিকতা প্রকাশ পেলেও ইয়াবা পাচারের বিষয়ে সে অস্বীকার করে। এরপর তার পেটের ভিতর ইয়াবা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য টেকনাফের সদর থানাধীন নাফ সীমান্ত প্যাথলজি-তে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে এক্স-রে করে দেখা যায় তার পেটের ভিতর অসংখ্য ডিম্বাকৃতির বস্তু রয়েছে। একপর্যায়ে জাহিদুল্লাহ স্বীকার করে তার  পেটের ভিতর কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ৪০টি ইয়াবার পোটলা রয়েছে। যার প্রত্যেকটিতে ৫০ পিস করে মোট দুই হাজার পিস ইয়াবা রয়েছে। পরে বিশেষ কায়দায় তার পেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আসামি এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক টেকনাফ মডেল থানায় জমা করা হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক

আমাদের বিশ্বাস রাখতে হবে সুপার ফোরে খেলার: মুশতাক

জাতীয় স্বার্থের বাইরে পিআর চাইলে ভয়ংকর পরিণতি ডেকে আনবে: সালাহউদ্দিন

বৃষ্টির দিনে পায়ের যত্ন

মোবাইল ফোন চুরির আড়াই বছরের সাজা ভোগ করছেন ২০ বছর ধরে

মিরসরাইয়ে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার